স্পোর্টস আপডেট ডেস্ক- লিওনেল মেসি শেষ পর্যন্ত বার্সেলোনা থেকে গেলেও থাকছেন না তার সতীর্থ বন্ধু লুইস সুয়ারেজ। বার্সার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে এই উরুগুইয়ান যাচ্ছেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। সুয়ারেজকে নিয়ে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বার্সেলোনা। এখানে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বার্সার হয়ে তৃতীয় সর্বোচ্চ গোল দাতা এই ফুটবলার।
গতকাল বুধবার বার্সার হয়ে শেষেবারের মতো অনুশীলন করেন সুয়ারেজ। অনুশীলন ছেড়ে নিজ গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার একটি ছবি ভাইরাল হয়; সেই ছবিতেও দেখা যাচ্ছিল ভেঙে পড়েছেন সুয়ারেজ। আর আজতো বিদায় অনুষ্ঠানে নিজেকে ধরে রাখতে পারেননি।
সুয়ারেজ ২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি। বার্সার হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার মুকুট নিয়ে যাচ্ছেন অ্যাটলেটিকো। বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সুয়ারেজকে ক্লাবের কিংবদন্তী হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানায়।
বিদায় অনুষ্ঠানে সুয়ারেজ বলেন, ‘আমি অনেক উত্তেজনা নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যাচ্ছি। আমি এখনো চিন্তা করিনি বার্সেলোনা বিপক্ষে খেলতে নামলে কী হবে। মেসি জানে আমি কী চিন্তা করি, আমিও জানি সে কী চিন্তা করে। সে আশ্চর্য্য হয়েছে, আমি শত্রু ক্লাবে যাচ্ছি। তবে দুজনের সম্পর্ক ঠিকই থাকবে।’