চিত্র-বিচিত্র ডেস্ক মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে এক যুবকের পেটে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেখে চিকিৎসকদের চোখ কপালে। ২৮ বছরের যুবকের পেটের ভেতর আস্ত একটি মোবাইল ফোন। গেলো সাত মাস ধরেই এটি পেটের মধ্যেই ছিল। খবর গালফ নিউজের
হাসান নামের ওই যুবক জানান, সহকর্মীদের সঙ্গে মজা করতে গিয়ে এটি গিলে ফেলেছিলেন। তার ধারণা ছিল এটি সে হজম করতে পারবে।
মিসরের সংবাদমাধ্যম ইজিপ্ট টুডে’র প্রতিবেদনে বলা হয়, পেটে মারাত্মক ব্যথা অনুভব করলে হাসান তার ভাই আহমেদকে জানান যে, তিনি অসুস্থ বোধ করছেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামের ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, ‘প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট। এরপর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।’
আহমেদ বলেন, ‘তার ভাই হাসান মানসিক রোগে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে।’