নজর২৪, ঢাকা- সরকার নিজেই দুর্নীতিগ্রস্ত, তাই নিজেদের ভুল দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। দেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নামে প্রহসন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার তো নিজেই দুর্নীতিগ্রস্ত। তারা নিজেরা অন্ধ হয়ে গেছে। উনারা দেখতে পাচ্ছেন না, ভুলভ্রান্তি দেখতে পাচ্ছেন না। ফলে সবার কণ্ঠরোধ করেছেন। ডিজিটাল আইন একটা অগণতান্ত্রিক, একটা অনৈতিক, এমন কোনো আইন হতে পারে না।’
তিনি বলেন, মানুষের মানবাধিকার লঙ্ঘন করার চেয়ে বড় দুর্নীতি আর হতে পারে না। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রিকতা বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না। ছাত্র অধিকার সংগঠনগুলো এই অন্যায়ের বিরুদ্ধে প্রথম রাস্তায় নামে। কিন্তু তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে সরকার তার নৈতিকতা হারিয়েছে।