ভিপি নুরের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবীতে লন্ডনে মানবন্ধন

প্রবাসের কথা ডেস্ক- ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা ও আটকের প্রতিবাদে শান্তিপূর্ন মানববন্ধন করেছে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)।

 

রাইটস মুভমেন্ট, ইউকের যৌথ আয়োজনে মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের নূর চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ভারতীয় আধিপত্যের সরকার দেশকে যখন ইজারা দেয়ার একটি পায়তারা করছে তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও তরুণ প্রজন্ম এদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এদেশে আসতে দেয়নি। তবে সরকার তাদের দূর্নীতি, জুলুম, নির্যাতন ও নানা অব্যবস্থাপনার প্রতিবাদ করায় ডাকসুর ছাত্রনেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। শুধুমাত্র হয়রানী করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

ইআরআইয়ের ফাইন্যান্স সেক্রেটারী আল আমিনের পরিচালনায় ও সংগঠনের চেয়ারম্যান মাহবুব আলী খানশূরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম লিটন।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নির্যাতিত সাংবাদিক আব্দুল বাকী, শফিকুল ইসলাম জুয়েল, জুবায়ের আহমেদ, স্ট্যান্ড ফর বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূইয়া, নউসিন মোস্তারী মিয়া সাহেব, মোহাম্মদ ইমাম হোসাইন, আবু জাফর আব্দুল্লাহ, মাসউদুল হাসান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, আলী আজগর জাকির, ফয়েজ উল্লাহ, ইশতিয়াক হোসাইন, লোকমান হোসেন, তাজ উদ্দিন ফরিদ, ইমন মিয়াসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *