পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ে বোদায় ৮০০ গ্রাম গাঁজাসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাড়েয়া এলাকার আমিননগর থেকে আমিনুলকে গ্রেফতার করা হয়।
ডিবি কার্যালয় সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বুধবার রাত ১০ টা ২৫ মিনিটে মাড়েয়ার আমিননগরে অভিযান পরিচালনা করা হয়। সেসময় ৮০০ গ্রাম গাঁজাসহ আমিনুলকে হাতেনাতে আটক করে বোদা থানায় সোপর্দ করা হয়।
বোদা থানার ওসি (অফিসার ইনচার্জ) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।