করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ৯ লাখ ৮৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক- মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা দ্রুত বেগে আরও এক লাখ পূর্ণ হওয়ার দিকে ধাবিত হচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।

 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ভাইরাসটিতে ৯ লাখ ৮৯ হাজার ৯৫৩ জন মারা গেছেন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ৯২ হাজার ১৫৬ জনে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ৯৫৫ জন।

 

শুরু থেকে আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬ হাজারের বেশি। সুস্থ ৪৪ লাখের কাছাকাছি মানুষ।

 

দ্বিতীয় স্থানে থাকা ভারতে ৫৭ লাখ ৩০ হাজারের বেশি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৭১ হাজারের বেশি। মারা গেছেন ৯০ হাজার ১৭৩ জন। এরপর ব্রাজিলে ১ লাখ ৩৯ হাজারের বেশি প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে আক্রান্ত ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। তবে সুস্থ হয়েছেন ৪০ লাখের কাছাকাছি মানুষ।

 

এদিকে দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

 

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *