করোনায় ভারতের রেল প্রতিমন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানী দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

 

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, আঙ্গাদির মৃত্যুতে টুইট করে শোকবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

গত ১১ সেপ্টেম্বর সুরেশের শরীরে করোনা শনাক্ত হয়। যদিও করোনার কোনো উপসর্গই ছিল না তার শরীরে। পরে অবশ্য করোনার চিকিৎসার জন্য দিল্লির ‘অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস’ (এইমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করানো হয় তাকে। গত কয়েকদিন তার অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে বুধবার রাত ৮টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় তিনিই হলেন প্রথম মন্ত্রী, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। কর্নাটক থেকে জয়ী সাংসদদের মধ্যে সুরেশ অঙ্গাদী-ই হলেন দ্বিতীয় ব্যক্তি, যার করোনায় মৃত্যু হলো।

 

এর আগে, গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কর্নাটক থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি। করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভারতে ছয়জন বিধায়ক (এমএলএ) ও চারজন সাংসদ (এমপি)-এর মৃত্যু হলো।

 

কর্নাটকের বেলগাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে ২০০৪ সালে প্রথম লোকসভায় পা রাখেন সুরেশ অঙ্গাদি। এর পরের তিনটি সাধারণ নির্বাচনেও (২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে) ওই আসন থেকে জয়ী হন তিনি।

 

বর্তমান মোদি মন্ত্রিসভায় রেল প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সুরেশ অঙ্গাদি। কর্নাটকে বিজেপির ভিত শক্ত করার ক্ষেত্রে সুরেশ অঙ্গাদির যথেষ্ট ভূমিকা ছিল। দলীয় সংগঠনের পাশাপাশি মন্ত্রী হিসেবেও তিনি দক্ষতার ছাপ রেখে গেছেন। রাজনৈতিক গণ্ডির বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার এক সহজাত ক্ষমতা ছিল তাঁর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *