গুণীদের সংবর্ধনা দিল সৃজন মির্জাপুর

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সৃজন মির্জাপুরের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে।

 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ।

 

সৃজন মির্জাপুরের সভাপতি মো. সহিনুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আবুল কালাম আজাদ, গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাকালিন পরিচালক আব্দুর রাজ্জাক খান রানা।

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান প্রমুখ।

 

এ অনুষ্ঠানে ৫ গুণীজন ও এক শিক্ষা প্রতিষ্ঠানকে নিঃস্বার্থভাবে ও সৃজনশীল আধুনিক মির্জাপুর গড়তে বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা দেয়া হয়।

 

সংবর্ধিতরা হলেন, উপজেলা নির্বাহী অফিসার কবি মো. আব্দুল মালেক, রাইজিং বিডি ডটকম ও প্রেসক্লাব মির্জাপুর (সাবেক) সভাপতি সাংবাদিক কিসমত খোন্দকার, শিক্ষক ও সাংবাদিক বিবেকানন্দ চক্রবর্তী (মরণোত্তর)।

 

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের কৃষিবিদ ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা।

 

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সৃজন মির্জাপুরের সকল সদস্যবৃন্দ, উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সৃজন মির্জাপুরের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম শেলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *