আবদুল্লাহ রিয়েল, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগরে বিজিবি”র অভিযান চায়িয়ে ৮ কেজি গাঁজা ও ৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুজ্জামান জানান, আজ মঙ্গলবার (২২ সেপ্টেস্বর) বিকেলে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজার নের্তৃত্বে ব্যাটালিয়ন সদরের ৫ জনের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-২১৯৮/১১ এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চম্পকনগর নামক স্থানে অভিযান পরিচালনা করে।
টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাইকৃত মালামাল ফেলে পালিয়ে চোরাকারবারীরা। এ সময় ভারতীয় গাঁজা ৮ কেজি ও ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জ্বদকৃত ভারতীয় গাঁজা ও ফেন্সিডিলের মূল্য-১ লক্ষ ৪৮ হাজার টাকা।