‘অন্যের বউ’কে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির, আছে আট বছরের মেয়েও!

বিনোদন ডেস্ক- জীবনের গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখতে ভালোবাসা দিবসে বিয়ে করেন টাইগার ক্রিকেটার নাসির হোসেন।

 

জানা গেছে, নাসিরের সহধর্মিণীর নাম তামিমা তাম্মি। গ্রামের বাড়ি টাঙ্গাইল। পেশায় বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে। পারিবারিকভাবেই তাম্মির সঙ্গে গাঁটছড়া বাঁধেন নাসির।

 

গত ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে আকদ সম্পন্ন করেছেন তিনি।

 

এদিকে বিয়ের পাঁচদিনের মাথায় শোনা গেল অবাক করা কাহিনী। আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সেই সঙ্গে ঘরে রয়েছে আট বছরের মেয়ে।

 

শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।

 

ফেসবুকে ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন।

 

রাকিবের কথায়, ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *