সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার কল্যানী গ্রামে দুর্বৃত্তদের দেয়া বিষে একটি পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রফুল্ল কুমার মালাকার দীর্ঘদিন ধরেই পুকুরে মাছের চাষ করে আসছেন। গত রাতে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এর ফলে তার পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ মারা গেছে।
এ বিষয়ে পুকুর পাহারাদার কায়েস হোসেন জানান, পুকুরে চাষ করা মাছগুলো কয়েক দিন পরেই বিক্রি করতে পারতেন। কিন্তু এর মাঝেই কে বা কারা যেন পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলোকে মেরে ফেলেছে। এতে পুকুরের মালিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা বিষ প্রয়োগকারীর বিচারের দাবী জানাচ্ছি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে ।
সিরাজগঞ্জ সদর থানার এস আই জহুরুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।