সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে হাতুড়িপেটা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম (৩৫) এবং তাঁর বাবা ওমর শেখ (৭২) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

 

তাঁরা উভয়েই আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ইউএনও ওয়াহিদার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। বুধবার দিবাগত রাত আড়াইটায় তাঁর সরকারি বাসভবনে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, ২/৩ জন দুর্বৃত্ত মইয়ের সাহায্য ভেন্টিলেটর দিয়ে তাঁর বাসভবনে প্রবেশ করে। এরপর দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম (৩৫) কে হাতুড়ি ধরণের কোন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় বাসায় অবস্থানরত তাঁর পিতা মুক্তিযোদ্ধা ওমর শেখ (৭২) এগিয়ে এলে তাঁকেও দুর্বৃত্তরা আঘাত করে। পরে তারা পালিয়ে যায়। তবে, কোন কিছু নিয়ে যায়নি।

 

প্রশাসনের ধারণা, ইউএনও ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। তবে, কি কারণে তা এখনো অনুমান করা যায়নি।

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ধরার প্রক্রিয়া চলছে।

 

ঘটনাস্থল পরিদর্শক করেছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম এবং পিপিএম বার) সহ প্রশাসনের উধর্বতন কর্মকর্তারা। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *