যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নজর২৪, ঢাকা- রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইলিয়াস ভূঁইয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইলিয়াস মিয়া (৪৫) নামে অপর আরোহী।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে হানিফ ফ্লাইওভারের ঢালে কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই চাকরিজীবী।

 

নিহত ইলিয়াস ভুঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সাত ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। বর্তমানে তিনি রমনার সার্কিট হাউজ থাকতেন। আহত ইলিয়াস মিয়ার গ্রামের বাড়ি নরসিংদীতে। বর্তমানে যাত্রাবাড়ীতে থাকেন। তিনি সরকারি চাকরি করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘রোববার দিবাগত রাতে হানিফ ফ্লাইওভারের ঢালে কাজলায় দুর্ঘটনাটি ঘটে। এতে একজন মারা গেছেন ও আরেকজন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।‘

 

ওসি বলেন, ‘মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। আর আহত ইলিয়াস মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *