জামিন পাননি ওসি প্রদীপ

নজর২৪, চট্রগ্রাম- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। এ সময় দুদকের পক্ষ থেকে প্রদীপ কুমার দাশের সম্পত্তি ক্রোকের আবেদনও জমা দেয়া হয়।

 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালত শেখ আশফাকুর রহমান।

 

এর আগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। এ মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখাতে গত ১৪ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। ওই সময় তাঁকে গ্রেপ্তার দেখাতে আদেশ দিয়ে আদালত ২০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন।

 

আজ বেলা ১১টার পর আসামির অনুপস্থিতিতে অ্যাডভোকেট স্ববু প্রসাদ বিশ্বাস প্রদীপের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এ মামলার অপর আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণ মামলা দায়েরের পর থেকে পলাতক।

 

এর আগে গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় নিহতের বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রদীপসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর অসুস্থতার কথা বলে থানা থেকে ছুটি নিয়ে চলে আসেন প্রদীপ। চট্টগ্রামে আত্মগোপনে থাকেন। সেখান থেকে ৬ আগস্ট কক্সবাজার আদালতে গিয়ে আত্মসমপর্ণ করেন। এরপর থেকে কারাগারে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *