মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

আন্তর্জাতিক ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টুইটারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হ্যাক হওয়া ওই অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা হয়েছে।

 

কয়েক দফা টুইট করে ওই অ্যাকাউন্ট থেকে মোদির সমর্থকদের কাছে একটি ত্রান তহবিলে অর্থ দান করার আহ্বান জানানো হয়। বিট কয়েনের মাধ্যমে এই অর্থ দান করতে বলা হয়েছে।

 

এদিকে, টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা এ বিষয়ে অবগত আছে। তারা হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। মোদির ব্যক্তিগত ওই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

এ নিয়ে বেশ কয়েকবার প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *