নজর২৪ ডেস্ক- দক্ষিণ আফ্রিকার ফরী স্টেইট প্রদেশে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. বেলাল হোসেন ভূঁইয়া (৩৩) নামের নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। এ নিয়ে গত তিন দিনের ব্যবধানে আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে নোয়াখালীর দুই যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বেথোলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. বেলাল হোসেন ভূঁইয়া বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের মৃত তোফায়েল আহমদের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে গত ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় যায় বেলাল হোসেন। প্রথমে চাকরি করলেও পরে ফ্রি স্টেইট প্রদেশের বেথোলি এলাকায় নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। এরই মাঝে কয়েকবার দেশেও এসেছিল বেলাল। সবশেষ গত ৩ বছর আগে দেশে আসার পর পুনরায় আফ্রিকায় ফিরে যায় সে।
নিহতের বড় ভাই মো হারুন মাস্টার জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বেলালের পার্শ্ববর্তী বাংলাদেশি ব্যবসায়ী সালাউদ্দিন তাকে কল করেন। সালাউদ্দিন জানান, রাতে একদল সন্ত্রাসী বেলালের দোকানের সামনের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এসময় দোকানের পেছনের কক্ষে ঘুমে থাকা বেলাল বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।
এদিকে, বেলালের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেলালের স্ত্রী মুরশিদা বেগম, দুই সন্তান, পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।
লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।
প্রসঙ্গত, গত সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল শহরের ওসোজানী বক্স সেন্টারের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জেলার সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া এলাকার আতি উল্যা মাস্টারের ছেলে জাহাঙ্গীর হোসেন।