এবার ভারতে পেঁয়াজের বাজারে ধস, বাংলাদেশে রপ্তানি চালু করতে কৃষকদের বিক্ষোভ

নজর২৪ ডেস্ক- সম্প্রতি স্থানীয় বাজারে পেঁয়াজের সংকট ও দাম ঊর্ধ্বমুখী হওয়ার অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। কিন্তু সপ্তাহ না যেতেই ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম ব্যাপক হারে নেমে গেছে। এতে বিপাকে পড়েছেন ভারতীয় কৃষকরা। নায্যমূল্য না পেয়ে ভারতীয় পেঁয়াজ চাষিরা এখন দিশেহারা। তাঁরা পেঁয়াজের ওপর ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে।

 

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে পেঁয়াজের দামে ধ্বস নেমেছে। এতে ক্ষোভে ফুঁসছেন পেঁয়াজ চাষীরা। ভারতের বিভিন্ন এলাকায় পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভও করেছে চাষীরা।

 

ভারতের স্থানীয় বাজারেও পেঁয়াজের আমদানি কমে গেছে। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মোদি সরকারের রপ্তানি নিষেধাজ্ঞায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা স্থানীয় বাজারে পেঁয়াজের যথাযথ দাম পাচ্ছে না। যে কারণে অনেক কৃষক বাজারে পেঁয়াজ তুলছেন না। ফলে বাজারে সংকট তৈরি হয়েছে।

 

ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ‘বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। সে দেশের কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। দেশটির বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় ইতোমধ্যে পেঁয়াজ নিয়ে দেশটির অভ্যন্তরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

 

তিনি জানান, ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন দেশটির ব্যাঙ্গালোর, নাসিক, ইন্দোর অঞ্চলের কৃষকরা ইতোমধ্যেই বলেছেন, পেঁয়াজ রফতানি শুরু করেন, তা না হলে তারা ভারতের বাজারেই পেঁয়াজ বিক্রি করবেন না।

 

হারুন উর রশীদ বলেন, ‘এসব কারণে আমরা আশা করছি, কৃষকদের সেই বিশৃঙ্খলা ঠেকাতে এমনও হতে পারে, ইচ্ছা থাকলেও খুব বেশি দিন তারা পেঁয়াজ রফতানি বন্ধ রাখতে পারবে না। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হতে পারে। খুব কম সময়ের মধ্যে আবারও পেঁয়াজ রফতানি শুরু হতে পারে বলেও আমরা ভারতীয় রফতানিকারকদের মাধ্যমে জেনেছি।’

 

এদিকে অল ইন্ডিয়া কৃষাণ সভার সাধারণ সম্পাদক অভিজিত নাভালে বলেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট কৃষকেরা মোটেই খুশী নয় বরং তাদেরকে বিশাল আর্থিক দূরবস্থার মধ্যে ফেলে দেয়া হয়েছে। তাই, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কৃষকরা আন্দালনে সামিল হবে বলে জানিয়েছেন আভিজিত।

 

মহারাষ্ট্র সরকারের শরীক ন্যাশনাল কংগ্রেস পার্টি (এন সি পি)-র প্রেসিডেন্ট শারদ পাওয়ার আবিলম্বে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত বাতিল করার জন্য কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়েলের নিকট দাবি জানিছেন।

 

উল্লেখ্য, গত মার্চ মাসে ভারতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫ রুপি দরে। সম্প্রতি দেশটির সবচেয়ে বৃহত্তম পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ে সেই মূল্য বেড়ে দ্বিগুণ হয়েছে, এর পরে ভারতের সর্বত্র মূল্য বৃদ্ধি অব্যাহত থাকে। এর পরই সোমবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রনালয় পণ্যটি রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের একটি সূত্র এই তথ্য জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *