কিশোরগঞ্জে একসঙ্গে ৪ কন্যা শিশুর জন্ম

নজর২৪, কিশোরগঞ্জ- কিশোরগঞ্জের শারমিন বেগম নামে এক নারী একটি বেসরকারি হাসপাতালে এক সঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন। শারমিনের স্বামীর নাম শাফিন আহমেদ এবং বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায়।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ ৪টি শিশুর জন্ম দেন শারমিন। গাইনি ও সার্জন চিকিৎসক ইসরাত জাহান এ সফল অস্ত্রোপচার করেন। এই চার কন্যাই দম্পতির প্রথম সন্তান।

 

তবে সন্তান জন্মের পর মা ও তিন সন্তান সুস্থ থাকলেও সকালে ৪ সদ্যজাতর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

 

শাফিন জানান, বছর পাঁচেক আগে আমাদের বিয়ে হয়। অনেকদিন চেষ্টার পর আমার স্ত্রী গর্ভবতী হয়েছেন। তবে একসঙ্গে চার মেয়ে সন্তান হবে ভাবতে পারেনি। স্ত্রী ও কন্যাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শাফিন।

 

গাইনি ও সার্জন চিকিৎসক ইসরাত জাহান বলেন, অপারেশনের পর মা ও চার সন্তান সুস্থ ছিল। তবে শিশুগুলোর ওজন কম থাকায় আজ সকালে একটি মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *