নজর টুয়েন্টিফোর ডেস্ক বিভিন্ন ব্র্যান্ডের বিদ্যুতের নকল তার উৎপাদন ও বিক্রি করায় রাজধানীর পুরান ঢাকার নবাবপুরের জাকির হোসেন মার্কেটে ছয়টি কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ছয় কারখানার ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা ছয়টি থেকে এক কোটি টাকা মূল্যের বিদ্যুতের নকল তার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
বিভিন্ন মেয়াতে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. দেলোয়ার, মো. রাজন, মো. সবুজ, মো. মাজাহারুল ইসলাম, নুরুল আমিন, মো. সোহেল, হাফিজুর রহমান, আরিফুল ইসলাম ও মুমিন।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরান ঢাকার নবাবপুরের জাকির হোসেন মার্কেটে অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নের্তৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
সারওয়ার আলম বলেন, নবাবপুর আব্দুল হামিদ লেনের জাকির হোসেন মার্কেটের ষষ্ঠ ও সপ্তম তলায় অভিযানকালে দেখা যায়, অনুমোদনহীন এসব ফ্যাক্টরিতে বিআরবি, বিজলী ক্যাবলস, প্যারাডাইজ ক্যাবলস, ইস্টার্ন ক্যাবলস, পলি ক্যাবলস, বিবিএস ক্যাবলসের নামে নকল ও মানহীন বৈদ্যুতিক ক্যাবলস উৎপাদন করছে। এ ধরনের নকল তার ব্যবহারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটে।
ম্যাজিস্ট্রেট সারওয়ার বলেন, তথ্যপ্রমাণ পাওয়ায় এবং অভিযুক্তরা দায় স্বীকার করায় এইচ আর বি প্রোডাক্টসের মো. দেলোয়ার, মো. রাজন, মো. সবুজ ও মাজাহারুল ইসলাম নামে চারজনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
টিআরবি প্রোডাক্টসের নুরুল আমিন, মো. সোহেল, হাফিজুর রহমান, আরিফুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
একইভাবে নিউ স্টারের মো. মুমিন তিন মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা এবং সোয়ান এলিডি হাউজের ফয়েজ উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া নকল ইলেকট্রিক পণ্য বিক্রয় করার কারণে হাজী ওসমান গণি রোডের এম এস এম প্রোডাক্টকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট নয়জনকে কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ছয়টি ফ্যাক্টরিকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।