নিজস্ব প্রতিবেদক, নজর২৪- চট্টগ্রামের হাটহাজারীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জ্ঞাপন করায় হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোষ্টে তিনি এ কথা জানান।
ভিপি নুর বলেন, দাঁড়ি, টুপি, পাঞ্জাবিওয়ালা লোক দেখলে এতো জ্বলে কেন? ৮৮% মুসলমানদের দেশে দাঁড়ি-টুপি, পাঞ্জাবীওয়ালা দেখলেই জামায়াত-শিবির তকমা দিয়ে কি প্রমাণ করতে চাও?
তিনি বলেন, ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলায় বুয়েট ছাত্র আবরারকেও শিবির বলে হত্যা করেছিল এই ভারতীয় দালালরা। তবে আমরাও স্পষ্ট বলে দিতে চাই এদেশে থেকে ভারতের দালালি করা যাবে না। জীবন দিয়ে হলেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যাবো।
নুরুল হক নুর বলেন, দেশবাসীকে ভারতীয় আগ্রাসন এবং এদেশীয় ভারতের দালালদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।