৩৪৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর

নিউজ২৪ ডেস্ক- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ৩৭টি পদে মোট ৩৪৫ জন লোক নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

 

পদের নাম

শিক্ষক (দৃষ্টিপ্রতিবন্ধী, বধির), ক্রাফট টিচার, ইনস্ট্রাক্টর, হিয়ারিং এইড টেকনিশিয়ান, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, হাউস প্যারেন্ট কাম টিচার, ফিল্ড সুপারভাইজার, হিসাব সহকারী, ধর্মীয় শিক্ষক, কটেজ মাদার, বড়ভাইয়া, খালাম্মা, শিক্ষক, আয়রনম্যান, নার্স, রেকর্ডকিপার, অফিস সহায়ক ও বাবুর্চিসহ মোট ৩৭টি পদে নিয়োগ দেওয়া হবে।

 

পদসংখ্যা

মোট ৩৪৫ জন

 

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/ স্নাতক/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

 

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা (http://dss.teletalk.com.bd)।

 

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১টায় এবং শেষ হবে ২৭ সেপ্টেম্বর ২০২০ রাত ১২টায়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ সেপ্টেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *