আন্তর্জাতিক ডেস্ক- উগান্ডার একটি কারাগারের জেল ভেঙ্গে পালিয়ে গেছে দু’শ এর বেশি কারাবন্দী। কারাগারে রক্ষীদের পিটিয়ে ১৫টি অস্ত্র ছিনিয়ে নিয়ে জেল ভেঙে পালিয়ে ওই কারাবন্দীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উগান্ডার কারাগারে এ ঘটনা ঘটে।
উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স একটি প্রতিবেদনে জানিয়েছেন, অভিযানের সময় পালিয়ে যাওয়া দু’জন ক্রসফায়ারে মারা পড়েছেন।
জানা গেছে, পালিয়ে যাওয়া কয়েদিরা হত্যা, ডাকাতি এবং ধর্ষণ মামলার আসামি ছিলেন। পালানোর সময় তারা ১৫টি একে-৪৭ রাইফেল এবং গোলাবারুদ নিয়ে পালিয়েছেন।
এ নিয়ে উগান্ডা সেনাবাহিনীর নারী মুখপাত্র বলেন, এটি একটি গণ পলায়ন। তারা ছিলেন দুর্ধর্ষ আসামি। আসামিদের আটকের ব্যাপারে উগান্ডায় বড় ধরনের অভিযান শুরু হয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের পর এটি উগান্ডার জেল থেকে প্রথম কয়েদি পালানোর ঘটনা।