সিনহা হত্যায় শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট নই: সেনাপ্রধান

নজর টুয়েন্টিফোর ডেস্ক- অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা আখ্যায়িত করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্তুষ্টির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

বুধবার চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্রদান কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাপ্রধান। এসময় তিনি বলেন, তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কোনো পক্ষ সুযোগ নেয়ার চেষ্টা করলেও তা সফল হবে না।

 

অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে যেন কেউ সেনাবাহিনীর সাবেক বা কর্মরত কারও বিরুদ্ধে এমন কাজের দুঃসাহস না করে সেটি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা ও বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *