কিশোরগঞ্জে ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রবাসী চাচা খুন, আহত ৩

এ. এম. উবায়েদ, নিজস্ব প্রতিবেদক- পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৌদি আরব প্রবাসী চাচা তাইজুল ইসলাম (৩৫) নির্মমভাবে খুন হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের আরো তিনজন গুরুতর আহত হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজীপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের আমিনুল হকের ছেলে মোঃ শামীম মিয়া পাশের মেছেড়া আতকাপাড়া গ্রামের মফিজ আলীর ছেলে মোঃ পারভেজ মিয়া একসাথে বিল্ডিং শ্রমিকের কাজ করতো। পারভেজের কাছে শামীম মিয়া শ্রমিক মজুরির কিছু টাকা পাওনা ছিল। পাওনা টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার সকালে পারভেজের সাথে শামীমের ঝগড়ার সৃষ্টি হয়।

 

এক পর্যায়ে শামীমকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে শামীমকে উদ্ধার করতে বাবা ও চাচা এগিয়ে এলে দেশীয় অস্ত্র দ্বারা পারভেজ গংরা তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাইজুল ইসলাম (৩৫), আমিনুল হক (৪০), জালাল উদ্দিন (৪০), মোঃ শামীম (২৫) গুরুতর আহত হয়।

 

আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাইজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং খুনের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *