নওগাঁয় ২৬ কেজি গাঁজাসহ আটক ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার রাত ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দী বাইপাস এলাকার অতিথি ফিলিং স্টেশন সংলগ্ন চার মাথা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দেউশ গ্রামের রওশন আলীর ছেলে স্বপন (৪৮) এবং একই জেলার কসবা উপজেলার মন্দবাগ গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আমির হোসেন (৩৮)।

 

র‌্যাব-৫ মোল্লাপাড়া সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি পিকআপে করে ২৬ কেজি ওজনের ১৩টি প্যাকেটে করে ২৬ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিকআপসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *