খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এ স্লোগান নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে বিট পুলিশিং কার্যক্রম ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।
তিনি বলেন, বিট পুলিশিংয়ের মূল ধারণা হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই মানুষের কাছে তৃনমূল পর্যায়ে সেবা নিয়ে যাবেন। এর মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ সব ধরণের অপরাধমূলক কাজ কমে আসবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। পুলিশ ও জনগণের মধ্য সম্পর্কের সেতুবন্ধন তৈরি হবে।
এসময় উপস্থিত ছিলেন, মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লোনা, আমির খসরু, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম, সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক জাকির হোসেনসহ অন্যান্য পুলিশসদস্য। মতবিনিময় শেষে সাগরদিঘী পুলিশতদন্ত কেন্দ্রের নতুন মসজিদ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।