ফের বাড়লো মৃত্যু

নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৩ জন। গতকাল (১৪ সেপ্টেম্বর) এই সংখ্যা ছিল ২৬ জন। করোনাতে এখন পর্যন্ত মোট মারা গেলেন চার হাজার ৮০২ জন।

 

এছাড়া একই সময়ে আরও ১ হাজার ৭২৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।

 

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *