নজর২৪ ডেস্ক- খিচুড়ি রান্না শিখতে নয়, প্রাথমিক স্কুলে মিড-ডে মিল কার্যক্রমকে আরও উন্নত করতেই অভিজ্ঞতা অর্জনে কর্মকর্তাদের বিদেশ যাওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন। পরিকল্পনা কমিশন চাইলে প্রস্তাবটি বাতিল করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিদেশে খিচুড়ি রান্না শিখতে যাওয়া ইস্যুতে এক ব্রিফিংয়ে সচিব এসব কথা জানান। তিনি জানান, প্রাথমিক স্কুলে ১৯ হাজার ২৯৬ কোটি টাকার মিড-ডে মিল প্রকল্প পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। তাতে তিন দিন বিস্কুট, আর তিনদিন খিচুড়ি বা রান্না করা খাবারের ব্যবস্থার প্রস্তাব করা হয়।
আকরাম-আল-হোসেন বলেন, এ প্রকল্পের কোনো অর্থ এখনো ছাড়া হয়নি। পরিকল্পনা কমিশন কিছু জিজ্ঞাসা পাঠিয়েছে। তার জবাব পাঠানো হবে। এরপর একনেকে চূড়ান্ত অনুমোদন হবে।
তিনি বলেন, স্কুল ফিডিং প্রকল্প ১০৪টি উপজেলায় চালু ছিল যা ডিসেম্বরে শেষ হচ্ছে। আগামী বছর থেকে সারাদেশে নির্বাচনী ইস্তেহারমতে সব স্কুলগুলোতে দুপুরের খাবার দেয়া হবে।
‘এটা বাস্তবায়ন সঠিকভাবে করার জন্য ভারতসহ যেসব দেশ মিড ডে মিল চালু করেছে, সেসব দেশ থেকে অভিজ্ঞা অর্জনের জন্য এক হাজার কর্মকর্তার এ প্রশিক্ষণের কম্পোনেন্টা রাখা হয়েছে, যোগ করেন আকরাম-আল-হোসেন।