বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক- বিশ্বে একদিনে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্তের রেকর্ড তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে শনাক্ত রোগীর নতুন রেকর্ড।

 

সংস্থাটি আরো জানিয়েছে, গত একদিনে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০০ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জনের।

 

ডব্লিউএইচও’র তথ্য মতে, করোনার সংক্রমণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে। এর আগে গত ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এক দিনে সর্বোচ্চ ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সম্পর্কিত অসুস্থতায় যুক্তরাষ্ট্র ও ভারতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ব্রাজিলে মারা গেছেন ৮৭৪ জন।

 

বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আগস্ট মাসেই শনাক্ত হয়েছে প্রায় ২০ লাখ করোনা রোগী, মহামারি শুরু হওয়ার পর এক মাসের হিসাবে যা বিশ্বে সর্বোচ্চ।

 

এছাড়া, সেপ্টেম্বরের শুরু থেকেই দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল দেশ ভারতে প্রতিদিনই গড়ে কমপক্ষে এক হাজার মানুষের করোনায় মৃত্যু হচ্ছে।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *