নজর২৪ ডেস্ক- রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে একটি বাস কাউন্টারের ড্রয়ারের ভেতর থেকে দেড় মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা তাকে ফেলে গেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত পথচারী মো. রাসেল বলেন, আমরা রাত ৯টার দিকে বারডেম হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের রাস্তায় লাল-সবুজ পরিবহনের ফাঁকা বাস কাউন্টারের পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শিশুর কান্না শুনে কাউন্টারের ভেতরে টেবিল বাক্সের ভেতরে শিশুটিকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে রমনা থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।
রমনা থানার সিনিয়র সহকারী কমিশনার এসএম শামীম বলেন, শিশুটিকে আইনের মাধ্যমে আগ্রহী কারো কাছে হস্তান্তর করা হবে। শিশুটি সুস্থ আছে। তার অভিভাবক কে আমরা তা যাচাই করব।
পুরোপুরি সুস্থ থাকায় শিশুটিকে রমনা থানায় নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে।