‘রোহিঙ্গারা এখন বাংলাদেশিদের জিম্মি করছে’

মুক্তমত ডেস্ক- রোহিঙ্গারা এখন বাংলাদেশিদের জিম্মি করছে। এগুলো মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন মানিক শিকদার নামে একজন। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেছেন, রোহিঙ্গারা ভাসানচরে যাওয়া নিয়ে বাড়াবাড়ি করছে। মানবতার খাতিরে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিলাম এখন আমাদের জিম্মি করছে।

 

ডয়চে ভেলের পাঠক ভাবনায় এমন আরো কয়েকজন ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রোহিঙ্গাদের আচরণ নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরেছেন। এদের মধ্যে দুঃখ করে রায়ান খান নামে একজন বলেছেন, আমাদের দেশের কত মানুষের বসত বাড়ি ঘর ভিটা নেই। আর তাদেরকে এইভাবে সুযোগ করে দেওয়ার পরেও তারা যেতে চাইছে না। তবে সরকারের এ ব্যাপারে এত নমনীয়তা দেখানোর কারণ বুঝতে পারছি না।

 

মাসুক উদ্দিন প্রশ্ন করেছেন, ‘‘ভাসানচরের ঘরগুলো যখন ছোট, তাহলে কি রোহিঙ্গারা সোনারগাঁ, রেডিসন ব্লু আর ওয়েস্টিনে থাকবেন?’’ আর রোহিঙ্গাদের আচরণ দেখে জাকির হোসেন জাকির লিখেছেন, ‘‘একেই বলে ‘দুধ কলা দিয়ে সাপ পোষা৷’’

 

এদিকে রোহিঙ্গাদের ভাসানচরে বসবাসের সুযোগ দেয়াকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন পাঠক মোহাম্মদ আরশাদ৷ তিনি লিখেছেন, ‘‘দুনিয়ার সব দেশে শরণার্থী শিবিরগুলি সীমান্ত এলাকায় হয়ে থাকে৷ এতে শরণার্থীদের মনের মধ্যে নিজ দেশে ফেরত যাওয়ার একটা ঝোঁক থাকে৷ কিন্তু ভাসানচরে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দিলে তারা নিজ দেশে ফেরত যেতে চাইবে না৷’’

 

হোসেন মোহাম্মদ বলছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর ব্যবস্থা করা হোক ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *