দ্বিতীয় সংসারও ভেঙ্গে গেলো মুনমুনের

বিনোদন ডেস্ক- সম্প্রতি মসজিদের সামনে নৃত্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন দেশের এক সময়ের আবেদনময়ী অ্যাকশন অভিনেত্রী মুনমুন। এরই মধ্যে জানা গেছে তিনি তার দ্বিতীয় স্বামী মীর মোশাররফ রোবেনকে ডিভোর্স দিয়েছেন। এখন তারা আলাদা থাকছেন। ঈদুল আজহার দুইদিন পর তাদের বিচ্ছেদ হয়ে বলে জানা গেছে। এই দম্পতির ঘরে আট বছরের এক ছেলে রয়েছে।

 

তবে ঘটনা এখানেই শেষ নয়, গুঞ্জন উঠেছে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মুনমুন। তিনি এবার সম্পর্কে জড়িয়েছেন আলোচিত এক প্রযোজকের সঙ্গে। ওই প্রযোজক করোনাকালীন বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা করেছেন।

 

এফডিসিপাড়ায় খোঁজ নিয়ে জানা গেছে, কোরবানীর ঈদের পরপরই দ্বিতীয় স্বামী রোবেনকে ডিভোর্স দেন মুনমুন। ডিভোর্সের বিষয়টি রোবেনের ঘনিষ্ঠ মহল সূত্রেও নিশ্চিত হওয়া গেছে।

 

জানতে চাইলে মুনমুন বলেন, ‘স্বামীর সাথে কোনো মনের মিল না থাকার কারণে আমি নিজেই তাকে ডিভোর্স দিয়েছি। আমি বর্তমানে একাই রয়েছি। মূলত নিজের মতো করে জীবন কাটানোর জন্য আমি ডিভোর্স দিয়েছি।’

 

এফডিসিপাড়ায় গুঞ্জন আছে আপনার প্রেম ঘটিত কারণে নাকি আপনার সংসার টিকেনি? এমন প্রশ্নে মুনমুন বলেন, আমার স্বামী প্রেম-ভালোবাসা বুঝত না। তিনি শুধু অর্থটায় দেখেছেন যার কারণে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। এছাড়া অন্য কোনো কারণ নেই। আর আমার কারো সাথে প্রেমও নেই।

 

রোবেন পেশায় একজন শৌখিন মডেল ও মুনমুনের সঙ্গে যাত্রা-শোয়ে সহ পারফর্মার হিসেবে কাজ করেন। কাজ করতে গিয়ে অপেক্ষাকৃত বয়সে ছোট হওয়া সত্ত্বেও মুনমুন তাকে বিয়ে করে সংসারী হন।

 

এর আগে, ২০০৬ সালে লন্ডন প্রবাসী এক সিলেটির সঙ্গে বিয়ে হয় মুনমুনের। সে ঘরে যশ নামের এক ছেলে রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *