মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার শূন্য ঘোষিত মেয়র পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত (সাবেক) মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্ত্রী সালমা বেগম শিমু।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের ধানমন্ডি (কেন্দ্রীয়) কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন টাঙ্গাইল-০৭ আসনের এমপি মো. একাব্বর হোসেনের পুত্র বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরিম হোসেন সীমান্ত ও মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।
মুঠোফোনে সালমা বেগম শিমু জানান, নৌকা প্রতিক মনোনয়ন দেয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেইসাথে ধন্যবাদ জানাতে চাই আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদের, যারা আমাকে সমর্থন করে এতোদূর নিয়ে এসেছেন।