সর্বশেষ সংবাদ

দুই দশক পর এক হলেন ইমন ও আঁখি আলমগীর

বন্ধুত্ব বহু বছরের। এরপরও গত দুই দশকে একসঙ্গে গাইতে দেখা যায়নি তাদের। অবশেষে দুই দশকের বিরতি ভেঙে একসঙ্গে গাইলেন নন্দিত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। তাদের দ্বৈত গানের শিরোনাম ‘কফির পেয়ালা’।

গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ। সুর করেছেন আকাশ মাহমুদ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন নিজেই। গানের সঙ্গে মিল রেখে রোমান্টিক গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিথিল রহমান। যেখানে মডেল হিসেবে দেখা যাবে শিল্পী আঁখি ও ইমন দু’জনকেই।

এই শিল্পী জুটি জানান, অডিও মাধ্যমে এটি তাদের প্রথম আয়োজন। ২০ বছর আগে তারা একসঙ্গে প্লেব্যাক করেছিলেন। কিন্তু সিনেমার বাইরে অন্য কোনো মাধ্যমে একসঙ্গে কোনো গান করেননি। তাই দুই দশকের বিরতি ভাঙতে এবার অডিওর জন্য দ্বৈত কণ্ঠে গাওয়া। ঈদ উপলক্ষে ৩১ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘কফির পেয়ালা’ গানের ভিডিওটি প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

এ আয়োজন নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘গানের বিষয়ে আমার ও আঁখির বোঝাপড়াটা দারুণ। একসঙ্গে প্লেব্যাকও করেছি। সেই সুবাদে জানার সুযোগ হয়েছে দ্বৈত গান নিয়ে শ্রোতার প্রত্যাশা কেমন থাকে। তাই দীর্ঘ সময় পর আবার যখন একসঙ্গে গাওয়ার প্রস্তুতি নিয়েছি, তখনও প্রাধান্য দিয়েছি সময়ের চাহিদাকে। কথা, সুর, সংগীত, গায়কি সব মিলিয়ে রোমান্টিক গানটি অনেকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

আঁখি আলমগীর বলেন, ‘রেকর্ডিংয়ের মুহূর্ত থেকেই ‘কফির পেয়ালা’ হয়ে উঠেছে আমার প্রিয় গানের একটি। যেমন চেয়েছি, গানটি ঠিক তেমনি হয়েছে। সমকালীন শ্রোতাদের মনে গানটি দারুণ ছাপ ফেলবে বলেই আমার ধারণা।’

আরও পড়ুন

শাকিব খানের বিয়ের জন্য এবার পাত্রী খুঁজছে পরিবার

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে অনেক আগেই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন শাকিব খান। তবে এখনও মাঝেমধ্যেই বিভিন্ন মিডিয়ায় শাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত...

তীব্র তাপপ্রবাহে বেঁকে গেছে রেললাইন, ঢালা হচ্ছে পানি

তীব্র তাপপ্রবাহে ঈশ্বরদীতে বেঁকে গেছে রেললাইন। শুক্রবার দুপুরে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে ষ্টেশনের কাছে রেললাইনের পাত বেঁকে যায়। এতে করে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন প্রায় এক...

সেরা পঠিত