এবার আমার ঈদ কাটবে একা, বিষণ্ণ: ওমর সানি

ঈদুল ফিতর খুবই সন্নিকটে। এরইমধ্যে অনেকে প্রস্তুতি নিচ্ছেন দিনটি আনন্দঘন করে তোলার। শুধু ঢালিউড অভিনেতা ওমর সানিই ব্যতিক্রম। এবার ঈদ তার জন্য বিষণ্ণতা ও একাকিত্বে ভরপুর বলে জানিয়েছেন তিনি।

এর একমাত্র কারণ সহধর্মিণী মৌসুমী। অনেক দিন হলো যুক্তরাষ্ট্রে আছেন নায়িকা। এবার ঈদেও দেশে আসছেন না তিনি। খুশির দিনটিতে প্রিয় মানুষ দূরে থাকাই হবে সানির এই বিষণ্ণতার কারণ।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ওমর সানি বলেন, ‘আমেরিকায় আছে সে। আমার মেয়ে পড়াশোনা নিয়ে দারুণ চাপে আছে। তাই মৌসুমীকে সময় দিতে হচ্ছে। ঈদে দেশে ফিরতে পারবে না। আমার ঈদ কাটবে একা, বিষণ্ন। আমেরিকা থেকে হয়তো ছবির জন্য শুভ কামনা জানাতে পারে, ভক্তদের হলে যাওয়ার আহবান করতে পারে, দেশে এসে প্রচারণা করা সম্ভব হবে না।’

ঈদে ‘ডেডবডি’ ও ‘সোনার চর’ নামের দুটি ছবি মুক্তি পাচ্ছে ওমর সানির। ‘ডেডবডি’নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। ওমর সানি ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, অন্বেষা, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

অন্যদিকে ‘সোনার চর’নির্মাণ করেছেন জাহিদ হোসেন। এতে সানি ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *