হেলিকপ্টার নিয়ে স্যালুন উদ্বোধন করতে গেলেন জায়েদ খান

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তিত্বে পরিণত হওয়ায় ব্যস্ততা বেড়ে গেছে জায়েদ খানের। বিভিন্ন শোরুম উদ্বোধনে সময় কাটে তার। এবার হেলিকপ্টার নিয়ে জায়েদ গেলেন টাঙ্গাইলে স্যালুন উদ্বোধনে।

রোববার টাঙ্গাইলে মি. কাট স্যালুনের ফিতা কাটেন জায়েদ। এসময় তাকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। টাঙ্গাইলের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। সুযোগ পেলে বার বার এখানে আসতে চাই। এখানে আমাকে অতিথি করার জন্য আয়োজকদের ধন্যবাদ। এমন একটি উন্নত মানের স্যালুন করায় রুচিশীল মানুষরা এখানেই বসেই ঢাকার মতো সেবা নিতে পারবেন বলে আমি আশাবাদী।’

মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *