একসময় ভালোবাসার হাত ধরে একসঙ্গে হাঁটলেও শাকিব খান ও শবনম বুবলীর পথ এখন দুই দিকে। বুবলীর কথাবার্তা শুনে এটা স্পষ্ট যে তিনি ফের একপথে হাঁটতে মুখিয়ে আছেন। শুধু কিং খানের দিক থেকে সাড়া নেই বলে সুবিধা করতে পারছেন না।
এই যখন অবস্থা তখন শাকিবের সঙ্গে তার যোগাযোগের একমাত্র মাধ্যম সন্তান শেহজাদ খান বীর। ধারণা করা হয়, দেখা, কথা যা হয় তা সন্তানের উছিলায় হয়। এবার বীরের হাত ধরেই শাকিবের বাসায় দেখা গেল বুবলীকে। সামাজিক মাধ্যমে নায়িকা নিজেই দিয়েছেন সেসব ছবি।
গতকাল ২১ মার্চ ছিল বুবলী ও শাকিব খানের ছেলে বীরের জন্মদিন। এ উপলক্ষে সন্তানকে নিয়ে কিং খানের বাসায় যান বুবলী। ফেসবুকে বুবলী কর্তৃক প্রকাশিত ছবিগুলোর একটিতে দেখা গেছে, শাকিব খানের বাসায় তার মায়ের সঙ্গে বসে কেক কাটছে বীর। পাশেই হাসিমুখে বসে বুবলী।
অন্য এক ছবিতে দেখা যায়, শাকিবের গুলশানের বাসার সেই চেয়ারে বসে আছেন শেহজাদ খান বীর। টেবিলে রাখা কেক। অন্যদিকে বুবলীর বাসাতে আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠান। এছাড়াও খাওয়া-দাওয়ার আয়োজন। সেসব ছবিও প্রকাশ করেছেন নায়িকা।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, আজকের (গতকাল বৃহস্পতিবার) বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত। আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যেভাবে আপনারা শেহ্জাদকে ভালোবাসা দিয়ে সারাক্ষণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।
২০১৮ সালের ২০ জুলাই বিয়ে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয় ২০২০ সালের ২১ মার্চ। যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।
প্রসঙ্গত, ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। যদিও দুই সন্তানের মা অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে বর্তমানে একসঙ্গে থাকছেন না তিনি। তবে সন্তানদের জন্য সকল দায়িত্বই পালন করতে দেখা যায় শাকিবকে।