মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ‘ডোডোর গল্প’র শুটিংয়ে মাধ্যমে অভিনয়ে ফিরেন পরীমণি। এরপর বেশ কিছু কাজ করেছেন তিনি। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ।
তবে হঠাৎ রেগে আগুন পরীমণি। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিকমাধ্যমে পরী লেখেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক, … (অপ্রকাশ যোগ্য) বাচ্চাদের জন্যে সিনেমার … মারা হচ্ছে। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।
পরিমণীর রহস্যে ঘেরা এই স্ট্যাটাস দেখে কী হয়েছে, তা কমেন্টে জানতে চান ভক্তরা। কিন্তু এই বিষয়ে কোনো জবাব দেননি পরিমণী। কাকে উদ্দেশ্য করে হঠাৎ তার এমন পোস্ট, সেই রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।
এদিকে, পরিমণীর কমেন্টে দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট করলে বোঝা যায় বিষয়টি তিনি জানেন। সেখানে চয়নিকা লেখেন, খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা না কি? পরীমণি কী আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।
উল্লেখ্য, শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে পরীমনির। এ ছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে তার হাতে।