হঠাৎ আমেরিকায় উড়াল দিলেন শাকিব খান, জানা গেল কারণ

হঠাৎ যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

শনিবার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই তারকা।

এ যাত্রায় তার সফরসঙ্গী ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’। সেই লক্ষ্যে বাকি অংশের শুটিং শেষ করতেই যুক্তরাষ্ট্রে গেছেন তিনি।

এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করতে গেছেন শাকিব। শুটিং শেষ করেই দেশে ফেরার কথা রয়েছে তার।

হিমেল আশরাফ জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন তারা। আমেরিকার বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ নির্মিত হচ্ছে। এতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও টিভি পর্দার দাপুটে অভিনেতা তারিক আনাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *