বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ হলেও একের পর এক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন শক্ত অবস্থানে। দুর্দান্ত অভিনয়ে পরিচিতিও লাভ করেছেন তিনি। কিন্তু সম্প্রতি ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন এ অভিনেত্রী।.
মাহির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যালে মিডিয়ায়। যেখানে মেকআপ ছাড়া একদম সাদামাটা দেখা গেছেঅভিনেত্রীকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই মাহির গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছে। যা নজর এড়ায়নি মাহিরও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিকারীদের কড়া জবাবও দিয়েছেন।
আরও পড়ুন-
তাপসের অফিসে গভীর রাত পর্যন্ত স্বস্তিকার আড্ডা!
আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি: মোশাররফ করিমকে চিঠি ভাবনার
তবে শুরু থেকেই এই ঘটনায় চুপ ছিলেন ফেসবুকে ভিডিওটি যিনি প্রথম প্রকাশ করেছিলেন। জানা গেছে, শুটিং সেটে মাহির সেই ভাইরাল ভিডিও ধারণ করেছিলেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। যিনি ভিডিওটি রিল হিসেবে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
তার সেই ভিডিও প্রকাশের পরেই ট্রলের মুখে পড়েন মাহি। এ ঘটনায় অবশেষে মুখ খুলেছেন রিমু নিজেও। পুরো বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘অনেক রকমের ট্রল ও নিউজ হয়েছে একটা রিলকে ঘিরে। আমরা কি মজা করে কিছু করতে পারব না? সব কিছুকেই আপনাদের ট্রল করতে হবে? সামিরা খান মাহি বোন আমার, আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করিনি। তুই সামনে ছিলি যখন ভিডিওটি করি, তুই যখন বোনের বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নেমেছিলি—ভারতীয় নায়িকারা যেভাবে গাড়ি থেকে নামে আমার ঠিক ও রকমই মনে হচ্ছিল। মজা করে আমি আসলে কাজটা করেছিলাম। এটা নিয়ে এত ট্রল বা নোংরামি হবে, এমনটা বুঝতে পারিনি। বোন আমি দুঃখিত, আমি সরি।’
রিমু আরও বলেছেন, ‘এখন থেকে যদি আমি রিল করি তবে নিজের রিল করব বা সহশিল্পীদের সঙ্গে কোনো কনটেন্ট করব তাদের ইচ্ছেতে। মজা করে আমরা একটা রিল করছি, সেজন্য এত বড় একটা মানুষকে আপনারা কষ্ট দিয়ে এগুলো লিখবেন, এগুলো বলবেন এটা কেমন! যা যা আপনারা লিখছেন-বলছেন, আপনাদের কী ভাই-বোন নেই? মাথায় আছে কী বলছেন আপনারা? এটা খুবই বাজে একটা কাজ হয়েছে।’
আরও পড়ুন-