পরীমণিসহ পরিবারের ৫ সদস্য ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে দেশের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সবাই সুস্থ হলেও অবস্থার উন্নতি হয়নি পরীর ছেলে পুন্যর। তাই সময়ক্ষেপণ না করে ছেলেকে নিয়ে কলকাতার উদ্দেশে উড়ে যান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা।
তবে সুখবর হলো- সুস্থ হয়ে উঠছে পরীর সন্তান রাজ্য। আজ মঙ্গলবার দুপুরের পর পরী মনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওষুধ খাওয়ানোর ছোট্ট জারে পানি বা ওষুধ রাখা। সেখানে ছোট্ট আঙুল দিয়ে চুবিয়ে নিয়ে আবার সেই আঙুল মুখে নিচ্ছে রাজ্য।
মা পরী সন্তানকে জিজ্ঞেস করছে, চলবে স্যার? মায়ের কথা শুনে খলবলিয়ে হেসে উঠছে রাজ্য। মা-ছেলের এই ছোট্ট ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, ‘পুন্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।’
বলে রাখা ভালো, পরী মনি ও শরীফুল রাজের সন্তানের পুরো নাম শাহীম মুহাম্মদ রাজ্য, মা পরী ডাকেন পুন্য বলে।
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত বছরের প্রথম সিনেমা ‘কাগজের বউ’। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন ডি এ তায়েব, মামনুন হাসান ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।