আমার কাদায় গড়াগড়ির দৃশ্য এখন প্রশংসা পাচ্ছে: জায়েদ খান

নদীর পাড়ে কাদামাটি আঁকড়ে পড়ে আছেন চিত্রনায়ক জায়েদ খান— বছর খানেক আগে এ রকম একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন—ইহা একটি শীতের সকাল অব পিরোজপুর।

মূলত, জায়েদ তখন নিজের গ্রামের বাড়ি পিরোজপুরে ‘সোনার চর’ ছবির শুটিং করছিলেন। সেখানেই চরিত্রের প্রয়োজনে এভাবে কাদামাটি আঁকড়ে শট দিয়েছিলেন। কেউ কেউ ছবিটি নিয়ে ট্রল করলেও তার অনুরাগীরা এটাকে ‘ডেডিকেশন’ বলে বাহবা দিচ্ছিলেন। সিনেমাটি দেখার আগ্রহও প্রকাশ করছিলেন তারা।

নতুন খবর হলো, ‘সোনার চর’ ছবিটি এবার মুক্তির মিছিলে। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। নিজেই ফেসবুকে তথ্যটি নিশ্চিত করেছেন জায়েদ খান। পরে জানান, সেন্সর বোর্ডের সদস্যরা কাদায় গড়াগড়ি দেওয়া দৃশ্যটির প্রশংসা করেছেন।

ছবিটি নিয়ে সংবাদমাধ্যমকে জায়েদ বলেন, ‘এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে কাজটি করতে গিয়ে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণ পটভূমির এই গল্পের প্রয়োজনে আমাকে কখনও লুঙ্গি–গামছা নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে হয়েছে। সেই আমলের ড্রেসআপ ছিল। দুই বছর ধরে চুল বড় করেছি। এ লুকগুলো সামনে এলে অনেকেই ট্রল করে। বিশেষ করে একটা দৃশ্য ছিল, যেখানে কাদায় গড়াগড়ি খেতে হয়েছে। ওই দৃশ্যটির শুটিং হয়েছিল শীতের সময়। কনকনে শীতের সকাল আটটায় কাদায় গড়াগড়ি খেয়েছি, সেটাই এখন প্রশংসা পাচ্ছে। আমি জানতাম, এখানে অভিনয় ভালো করেছি। কিন্তু অনেকের স্বভাব কোনো কিছু বিচার না করে একটা মন্তব্য করে ফেলে। আপনাদের অনুরোধ করব, সিনেমাটি দেখুন।’

‘সোনার চর’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *