আমি মুখ খুললে সম্মান নিয়ে চলতে পারবেন না: নির্মাতাকে রাজ রিপা

ঢালিউডের নায়িকা রাজ রিপা। চলচ্চিত্রে অভিষেক হয় রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার মাধ্যমে। তবে ‘মুক্তি’ সিনেমায় তিন বছর আগে নাম লিখিয়েছিলেন তিনি। অনেক আশা নিয়ে সিনেমাটির শুটিং শুরু হলেও তা মাঝপথে থেমে যায়। সেই পুরানো সিনেমার নির্মাতা ইফতেখার চৌধুরীকে হুমকি দিয়ে নতুন করে বোমা ফাটালেন রাজ রিপা।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে পরিচালককে উদ্দেশ্য করে রাজ রিপা বলেছেন, আমি মুখ খুললে কোথাও সম্মান নিয়ে চলতে পারবেন না বলে রাখলাম।

জানা গেছে. ২০২১ সালে ইফতেখার চৌধুরীর নির্মিত ‘মুক্তি’ সিনেমায় কাজ করেছিলেন রাজ রিপা। কিন্তু এখনও সিনেমাটির মুক্তি মেলেনি। এদিকে সিনেমার মুক্তি না মিললেও নতুন কোনো চলচ্চিত্রে রাজ রিপাকে কাজ করতে দিচ্ছেন না এই পরিচালক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন নায়িকা।

স্ট্যাটাসে রাজ রিপা লিখেছেন, ‘আমি কার সাথে কাজ করব কী করব না—এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাই আপনি আগে মুক্তি সিনেমা শেষ করেন, নয়তো প্রমাণগুলো নিয়ে আমি মুখ খুললে কোথাও সম্মান নিয়ে চলতে পারবেন না বলে রাখলাম ইফতেখার চৌধুরী স্যার। আমার ধৈর্য্যের কারণে এখনও ভালো আছি, ভালো থাকতে দেন, নয়তো আমার মাথার তার ছিঁড়ে গেলে কিন্তু আমি ধ্বংস হওয়ার আগে আপনাকে ধ্বংস করব, কসম আল্লাহর।’

এ বিষয়ে জানতে চাইলে রাজ রিপা বলেন, ‘সিনেমাটি অনেকদিন ধরে আটকে রেখেছেন ইফতেখার চৌধুরী। এখন শুটিংও শেষ করছেন না, আবার আমি অন্য কোথাও কাজ করি সেটাও চাইছেন না। এভাবে তো চলতে পারে না। আমার ক্যারিয়ার সংকটে পড়েছে।’

নায়িকার পোস্টের পরিপ্রেক্ষিতে ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখনও পোস্টটি দেখিনি তাই কিছু বলতে পারছি না। তবে আমাদের সিনেমার অল্প কিছু অংশের শুটিং বাদ আছে। সেটা শেষ করেই ছবিটি মুক্তি দিব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *