গত বছরের সেপ্টেম্বরেই জিনাত সানু স্বাগতা জানিয়েছিলেন, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বছরের শেষ মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই মডেল-অভিনেত্রী, উপস্থাপিকা ও কণ্ঠশিল্পীর।
বছরের শুরুটা হয়েছিল মৌসুমী হামিদের বিয়ের খবর দিয়ে। এরপর ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান ও পল্লব দিয়েছেন বিয়ের খবর।
এরপরই গতকাল স্বাগতা জানালেন, এ মাসের শেষ সপ্তাহে বিয়ে করবেন তিনি। ঢাকায়ই হবে বিয়ের অনুষ্ঠান। এরই মধ্যে বিয়ের কার্ড পাঠানো শুরু হয়েছে শুভাকাঙ্ক্ষীদের কাছে। চূড়ান্ত করা হয়েছে ভেন্যুও। তবে বিয়ের দিন ও ভেন্যু সম্পর্কে জানাতে চান না স্বাগতা।
জানা গেছে, পাত্রের নাম ড. হাসান আজাদ। জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বর্তমানে পেশায় একজন ব্যবসায়ী তিনি।
হাসানের সঙ্গে কীভাবে পরিচয় জানতে চাইলে এই অভিনেত্রী জানান, ‘আমাদের সম্পর্কটা কিভাবে যে হয়ে গেল বুঝতেই পারিনি। ২০২২ সালে হাসান দেশে মাত্র এক মাস ছিল। তখন গান নিয়েই বেশি কথা হতো। গত বছর ওর বাবা মারা গেলে যখন সিদ্ধান্ত নিল বাংলাদেশেই থাকবে, তখন ধীরে ধীরে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ে। পরিবারের সিদ্ধান্তেই আমরা বিয়ে করতে যাচ্ছি।’
জীবনের নতুন অধ্যয় ঘিরে প্রত্যাশা ব্যক্ত করে স্বাগতা বলেন, ‘জীবনটা যেন সুন্দর হয়, সুখের হয়। সবাইকে নিয়ে যেন আগামী দিনগুলো চলতে পারি। এটাই চাওয়া।’
উল্লেখ্য, প্রায় ৭ বছরের প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন জিনাত সানু স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর থেকে সিঙ্গেল ছিলেন এই অভিনেত্রী।