মনের মানুষের সঙ্গে ঘর বাঁধলেন মৌসুমী হামিদ

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। গতকাল শুক্রবার লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এদিন সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের তিনটি ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, লাল রঙের শাড়ির সঙ্গে ভারী গহনায় সেজেছেন পর্দার এই নায়িকা। অন্যদিকে পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি আর পাগড়ি পরেছেন আবু সাঈদ রানা।

বিয়ের ছবি পোস্ট করে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি পঙক্তি জুড়ে দিয়েছেন মৌসুমী হামিদ। তিনি লিখেছেন, ‘মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি/ মধু সঞ্চয়ের পর/ মধু পেরে করিল মুখর/ শান্ত আনন্দের আমন্ত্রণে/ আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।’

এর আগে গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বসুন্ধরার বাড়ির ছাদে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠান। সেখানেও দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

মৌসুমী হামিদের মতো আবু সাঈদ রানাও শোবিজ অঙ্গনেরই মানুষ। কারণ, তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে যুক্ত। তার লেখা গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী হামিদ। এ তালিকায় রয়েছে— ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।

মৌসুমী হামিদ আরো জানান, তিন বছর ধরে পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তবে ভালো একজন জীবনসঙ্গী খুঁজছিলাম । এরই মধ্যে রানার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *