ছেলে বীরকে নিয়ে কক্সবাজারে দারুণ সময় কাটাচ্ছেন বুবলী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ঢালিউডে জায়গা করে নিয়েছেন তিনি। ২০২৩ সালে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন এই নায়িকা।

বর্তমানে অভিনয় এবং ছেলে শেহজাদ খান বীরকে নিয়েই সময় পার করছেন বুবলী। প্রায় সময়ই ছেলের সুন্দর সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার ছেলেকে প্রথমবার সমুদ্র দেখালেন বুবলী।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে দেখা যাচ্ছেন সমদ্র পাড়ে ছেলেকে নিয়ে ঘুরছেন এই নায়িকা। ক্যাপশনে বুবলী জানিয়ে দিয়েছেন, ‘এই শীতে বাপজানের প্রথম সমুদ্র ভ্রমণ।’ মন্তব্যের ঘরে জমা পড়ছে ভালোবাসার চিহ্ন।

তবে সমুদ্র দর্শনে তিনি কোথায় গিয়েছেন জানা যায়নি। ছবি দেখে ধারণা করা হচ্ছে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছেন।

শেহজাদ খান বীর ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীর সন্তান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে বীরের জন্ম হয়।

গত ৭ সেপ্টেম্বর স্কুলে ভর্তি হয়েছে শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর। ছেলের স্কুলসূত্রে এক হয়েছিলেন শাকিব-বুবলী। অভিভাবক হিসেবে প্রথমদিন স্কুলে গেছেন দুজনেই। স্বচক্ষে উপভোগ করেছেন ছেলের ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’। আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন বুবলী।

এদিকে ওমরাহ হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন শাকিব খান। ২ জানুয়ারি দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে এই নায়কের।

এদিকে গত ২৩ বিসেম্বর ‌‘পুলসিরাত’ নামে নতুন একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‌‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। এছাড়া বুবলীর হাতে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘কয়লা’ ‘বিট্রে লন্ডন লাভ’, ‘দেয়ালের দেশ’, ‘খেলা হবে’ সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *