বরিশালের ছেলেদের আমি বিয়ে করব না: শিরিন শিলা

শিরিন শিলা। যিনি গেল বছরজুড়েই ছিলেন আলোচিত-সমালোচিত। কখনো চুমুকাণ্ডে, কখনো বা ব্যক্তিজীবনের নানা বিষয়ে। এবার আবারও আলোচনায় ঢালিউডের এই নায়িকা। এবার আলোচনায় বরিশালের ছেলেদের বিয়ে করবেন না বলে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে বিনোদনমূলক অনুষ্ঠানে অতিথি হয়ে এ কথা বলেন শিরিন শিলা।

উপস্থাপিকার প্রশ্নে শিরিন শিলা বলেন, বরিশাল কখনোই বিয়ে করব না তবে উপস্থাপিকা তাকে বলেন, বরিশালে ডাব, আমড়া এবং ভালো মাছ পাওয়াা যায়। নায়িকা বলেন, আমার কেন জানি মাইন্ডের মধ্যে ঢুকে আছে বরিশালের ছেলেদের আমি বিয়ে করব না। কেন আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করব না।

এই অনুষ্ঠানে তার প্রেমের বিষয়গুলোও উঠে আসে, তিনি বলেন, বড় হওয়ার পর তিনি যে প্রেমগুলো করেছেন তখন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে সেগুলো এখনো আছে। তার মধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, সুজ, ব্যাগ ড্রেস এগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন।

তিনি বলেন, আমাকে যে জিনিসগুলো দিয়েছিল এগুলো আমি কেন ফেলে দিব, একটা মানুষ তো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক সে জিনিসগুলোর মূল্যায়ন সবসময় করার চেষ্টা করেন তিনি।

তবে নিজের কোনো গাড়ি কেনার ইচ্ছা রয়েছে সেটিও জানান শিরিন শিলা। তিনি বলেন, বিএমডব্লিও মার্সেডিজ গাড়ি তার টাকা হলেই কিনে ফেলবেন। বর্তমানে যে গাড়িটি ব্যবহার করছেন তার বাজার মূল্য ৪০ লাখ টাকা। গাড়িটি দুই বছর আগে কিনেছেন বলে কিছুটা কম ছিল বলেও জানান এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *