বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে লাল শাড়ি সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বুধবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড পেজে অপু লেখেন, বাংলাদেশ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ আমার ওপর আস্থা রেখে আমাকে সরকারি অনুদানে একটি সিনেমা (লাল শাড়ি) নির্মাণের সুযোগ করে দিয়েছে। বন্ধনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। দর্শকের প্রতি আন্তরিক ভালোবাসা। তারা আমার সিনেমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তাতে সত্যিই মুগ্ধ আমি।
তিনি আরও লিখেছেন, আগামীতেও আশা রাখছি, এভাবে ছবি প্রযোজনা করব। তবে আরও ভালো গল্প নিয়ে সিনেমা নির্মাণ করব, যাতে দর্শক সেই সিনেমা দেখে আরও বেশি মুগ্ধ হয়।
উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘লাল শাড়ি’র মাধ্যমে প্রথমবার প্রযোজকের খাতায় নাম লেখান অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা অনুদান পায় সিনেমাটি। অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয় ছবিটি।
একটি তাঁতপল্লির গল্পকে ঘিরে নির্মিত এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন চিত্রনায়ক সাইমন সাদিক।