‘আমি সবসময় অগোছালো থাকি। আমি একটু অগোছালো। আমার বাসার সবাই খুব গোছালো। আমার ওয়ারড্রোব সবসময় এলোমেলো থাকে এবং এটি নিয়ে আমি বাসায় খুব বকা খাই’। সম্প্রতি একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকালে এসব কথা বলেন চিত্রনায়িকা তমা মির্জা।
অনুষ্ঠানে তমা মির্জার ব্যক্তিজীবনের নানা দিক উঠে আসে। আলাপে জানা যায়, তার ফ্যাশনের দিকটিও। চিত্রনায়িকা বলেন, আমার সুতি শাড়ি খুব ভালো লাগে। পাতলা জর্জেট ও শিফন শাড়িও পছন্দের। খুব বেশি কাজ করা শাড়ি ভালো লাগে না। কটনের পতলা কামিজ, টি-শার্টও পরি। পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ড পরে থাকি। শীতের সময় প্রচুর জ্যাকেট পরা হয়। তখন লং-ড্রেস পরি, ফ্যাশন করা তেমন সম্ভব হয় না।
তিনি আরও বলেন, খুব পছন্দের কাপড় নিজের কাছে রেখে দিই। অনেক কাপড় গিফট পাই। কাজিন যারা আছে, তাদের অনেক কাপড় দিয়ে দিই। ওই জায়গা থেকে আমার কালেকশন খুবই কম। এক কাপড় অনেকবার পরি। অনেক প্যান্ট টি-শার্ট আমার সংগ্রহে। আমার সংগ্রহের কাপড়গুলো আমি নিজে পড়ার চাইতে কাজিনদের দিতেই বেশি আনন্দ পাই, হোক সেটা পুরাতন বা নতুন।