৮০ বছর বয়সেও আমি এমন পোশাক পরব: রুনা খান

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে দারুণ ভাবে বদলে ফেলেছেন অভিনেত্রী রুনা খান। চলতি বছরে নিজের ৩৯ কেজি ওজন কমিয়ে ভক্তদের সামনে হাজির হয়ে চমকে দেন তিনি।

এরপর থেকেই বিভিন্ন ফটোশুটে এই অভিনেত্রীকে দেখা মিলছে ভিন্ন ভিন্ন অবতারে। কখনো সমুদ্রের পাশে খোলামেলা পোশাকে আবার কখনো শাড়িতে মোহনীয় রূপে। ভক্তরাও সে সকল ছবিতে ভালোবাসা জানিয়েছেন রুনা খানের প্রতি।

এছাড়া রুনা খান নিজের মতো করে বাঁচতে পছন্দ করেন। মাঝেমধ্যেই ফেসবুকে নিজের স্বাধীনচেতা মনোভাবের পরিচয় দেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কথা বললেন নিজের পোশাকের বিষয়ে। ৯ বছর ব্যবধানের দুটি ছবি জুড়ে দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে রুনা লিখেছেন, ‘প্রথম ছবিটা বালির সমুদ্রতীরে তোলা, ২০১৩-তে। আমার বয়স তখন ৩০, ওজন প্রায় ৮০ কেজি। দ্বিতীয় ছবিটা মালদ্বীপের সমুদ্রতীরে তোলা ২০২২-এ। আমার বয়স তখন ৩৯, ওজন ৬৫ কেজি। বেঁচে থাকলে হয়ত ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গিয়ে এমন পোশাকই পরব। কারণ আমি বিশ্বাস করি কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ।

বয়স ২০ না ৮০—সেটা যেমন কোনো ব্যাপার না। ওজন ৫০ কেজি না ১৫০ কেজি সেটাও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে, এটা আমার পছন্দ। আমি একজন পরিণত বয়সের মানুষ, আমি আমার জীবন অবশ্যই আমার পছন্দমতো যাপন করার অধিকার রাখি। শুধু পৃথিবীর কোনো প্রাণের ক্ষতি না করে। দুটো ছবিতে সময় জায়গা, বয়স, ওজন, অনেক কিছুর পার্থক্য। তবে একটা বিষয় একই আছে, আমার পোশাক, বিশ্বাস আর হাসি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *